নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রাণী বালাকে (৫৭) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সিঁধ কেটে ঘরে ঢুকে মালামাল লুটপাটের সময় চোরদের চিনে ফেলায় গলায় গামছা পেঁচিয়ে সবিতা বালাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ ও পরিবারের সদস্যরা। সবিতা দৌলতপুর গ্রামের পরিতোষ মন্ডলের স্ত্রী।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ল্যাপটপে স্কুলের কাজ শেষে ঘরে একা ঘুমিয়ে পড়েন সবিতা। তাঁর স্বামী বাড়ির অন্যরুমে ঘুমাচ্ছিলেন। রাতের যেকোনো সময় চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে চোরের দল। সবিতা তাদের চিনে ফেলায় তাঁর গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হতে পারে । এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো করে সবিতা রাণী বালার ব্যবহৃত ল্যাপটপ, হাতে ও গলায় এবং কানে পরিহিত স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গলায় গামছা পেচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। হত্যাকান্ডের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলে ওসি জানান।
বিডি প্রতিদিন/এএম