কুতুবদিয়ায় আলোচিত মা-মেয়েকে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পরকীয়ায় আসক্ত নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগর এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) রাতে নিহত নারীর বড় ভাই হাফেজ সিরাজ দৌল্লাহ বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলাটি করেন। এ ঘটনায় নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আশিক