ভাঙ্গায় মাঠের পেতে রাখা জাল উঠাতে গিয়ে পানিতে ডুবে রানা ফরাজি (৩৫) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
চুমুরদী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুস সামাদ বলেন, রানা ফরাজি গ্রামে চায়ের দোকান করতেন। তিনি রবিবার (৩ নভেম্বর) সকালে গ্রামের মাঠের পানিতে মাছ ধরার জন্য পেতে রাখা জাল উঠাতে গিয়ে পানিতে পড়ে যায়।
আশেপাশের লোকজন তাকে পানিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। এরপর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রানা ফরাজি মৃগি রোগে আক্রান্ত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক