চাঁদাবাজির মালায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়া লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে জেলহাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।
রবিবার বেলা ১১টায় নাচোল থানার একটি মামলায় নাচোল আমলি আদালত ২ এর বিচারক মোসা. ইসিতা শবনামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারা। পরে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ।
এর আগে, ২০ অক্টোবর নাচোল থানায় মামলাটি দায়ের করেন ফতেপুর ইউনিয়নের মারকৈল গ্রামের এস্তাব আলী। মামলায় মোট ২৬ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ মে বেলা ১১টার দিকে ফতেপুর ইউপির মাড়কৈল গ্রামে আব্দুল কুদ্দুসের আমবাগানে এস্তাব আলীর কাছে চাঁদা দাবি করেন আব্দুল কাদের। এস্তাব আলী চাঁদা দিতে অপারগতা জানালে আব্দুল কাদেরের হুকুমে অন্যান্য আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এস্তাব আলী চাঁদা দিতে আবারও অপরাগতা জানালে অন্যান্য আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে জখম করে এবং আম বাগানের ক্ষতিসাধন করেন।
পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিচারকের নির্দেশে দুই আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের ও রয়েল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ইই