কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের আনু মিয়াজি গ্রামে জমি চাষের সময় ট্রাক্টরের লাঙলের ফলায় ছিন্নভিন্ন হয়ে নিহত হয়েছেন ওই গ্রামের মো. নুরুল হুদার ছেলে মো. সাদিকুর রহমান রিয়াদ (৭)। দুর্ঘটনাটি শনিবার সন্ধ্যার দিকে ঘটেছে। ট্রাক্টরটি ওই ইউনিয়নের চৌমুহনী এলাকার রেজাউল করিম প্রকাশ মিন্টুর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার আগে জমির আইলে দাঁড়িয়ে মাহিন্দ্রা ট্রাক্টরের হাল চাষ দেখছিল শিশু রিয়াদ। এসময় সামনে যাওয়া ট্রাক্টরটি হঠাৎ পেছনে চলে আসলে ওই শিশুটি ফলায় আটকে যায়। এতে তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এদিকে, এ দূর্ঘটনায় অদক্ষ চালককেই দোষারোপ করছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম