বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ভোর রাতে তাদের আটক করা হয়। পরে মামলা করে বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
তারা হলো-উপজেলার পূর্ব গরঙ্গল এলাকার মৃত সোনামদ্দিন খানের ছেলে কালাম খান (৪৫), আনোয়ার বেপারীর ছেলে আকাশ বেপারী (২৫), নাজিরপুর শংকরপাশা গ্রামের সামসুল হক ফকিরের ছেলে উজ্জল ফকির (৩৫), কুতুবপুর গ্রামের মৃত ইউনুস খানের ছেলে ফয়সাল খান (২৭), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার সেমন্তঘর এলাকার জহর হকের ছেলে রুবেল মিয়া (২৬), উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত শরীফ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), বরিশাল বিমানবন্দর থানার নথুল্লাবাদ এলাকার মৃত ছলেমান খা’র ছেলে টিপু খা ওরফে টুকু (৪০)।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশের একটি দল সরঞ্জামাদি সহ তাদের আটক করে। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলার আসামী হিসেবে আদালতের মাধ্যমে আসামীদের জেলে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                    .jpg) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        