পঞ্চগড়ের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে চেম্বার ভবনের মিলনায়তনে নির্বাচন কমিশনার পঞ্চগড় জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল এই কমিটি ঘোষণা করেন।
কমিটির নির্ধারিত পাঁচটি পদে সভাপতি হিসেবে শরীফ হোসেন, সিনিয়র সভাপতি পদে আবু হিরন, সহ-সভাপতি পদে আব্দুস সামাদ পুলক ও খলিলুর রহমান এবং ট্রেজারার পদে শফিউজ্জামান রুবেল পাটোয়ারী নির্বাচিত হন। ১২ জন পরিচালকের প্রত্যক্ষ সমর্থনে এই ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।
মঙ্গলবার দিনব্যাপী ১৭টি পরিচালক পদে পঞ্চগড় স্টেডিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দুটি প্যানেলে ২৯ জন প্রার্থী অংশ নেয়। এদের মধ্যে শরীফ হোসেন প্যানেলে ১৭ জন প্রার্থীর মধ্যে ১২ জন এবং শাহানশাহ প্যানেলে ১১ জন প্রার্থীর মধ্যে পাঁচজন নির্বাচিত হন। একজন স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়। ১ হাজার ২০ জন ভোটারের মধ্যে ৯৮০ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য পরিচালকরা হলেন-আবু দাউদ প্রধান, রেজাউল করিম রেজা, শাহাদত হোসেন রঞ্জু, হারুনউর রশিদ বাবু, এ.টি.এম কামরুজ্জামান শাহানশাহ, নুরুজ্জামান বাবু, হায়াতুন আলম, রায়াহানউল আলম, সোহেল রানা মানিক, নুর জামাল, আবুল কালাম আজাদ ও রাওজুল করিম।
বুধবার বিকেলে নির্বাহী কমিটি গঠনের সময় পাঁচজন পরিচালক পাঁচটি নির্ধারিত পদে প্রার্থী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই