ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকায় অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। বুধবার বিকেল চারটায় শহরের লালদীঘী পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মণিহার চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলের আগে দলের জেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ভারতের আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে হামলার কঠোর সমালোচনা করে বলেন, ভারত যা করেছে, ভারতকেই তার মূল্য দিতে হবে।
এ বিষয়ে নেতাকর্মীদের উত্তেজিত না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৈদ্ধ ও খ্রিস্টান সকলের। এসময় ভারতের উসকানি সত্ত্বেও বাংলাদেশের প্রতিটা নাগরিক যে অসীম ধৈর্য্য ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন- তার প্রশংসা করে অমিত। জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।
বিডি-প্রতিদিন/শআ