ঝিনাইদহে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তা চিহ্নিতকরণ ও ঋণ বিতরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক খুলনার তত্ত্বাবধানে ব্যাংক এশিয়া পিএলসি ঝিনাইদহ শাখা এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংক পিএসসি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মিজানুর রহমান, জনতা ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক খোন্দকার রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্যে রাখেন ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়া পিএলসির কর্পোরেট অফিসের এসইভিপি এন্ড হেড এসএমই শামিনুর রহমানের সভাপতিত্বে ও ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখার অফিসার রাখিদের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা রেহেনা আজাদ,শারমিন আক্তার, রোকেয়া খাতুন, ফারিয়া রহমান ইশান, মিসেস মিরা সুলতানা, চায়না বেগম প্রমুখ।
এসময় ৪৩ নারী উদ্যোক্তার হাতে বিভিন্ন ব্যাংকের ৮কোটি ১২ লাখ টাকার ঋণ মঞ্জুরীপত্র তুলে দেন অতিথিরা। এ সময় ঝিনাইদহের ২৮টি ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারী উদ্যোক্তাদের উদ্দেশ্য করে বলেন, 'আমাদের যেমন দায় আছে, আপনাদেরও আছে। বাংলাদেশ ব্যাংকের যে গাইড ও নীতি নিদের্শনা আছে। সেগুলোতে আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। আমাদের যে পলিসি আছে সেগুলো যদি উন্নতি হয় তাহলে সামনের দিনগুলোতে নারী উদ্যোক্তার সংখ্যা আরো বাড়বে।'
বিডি প্রতিদিন/এমএস