রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল বধ্যভূমিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।
সভায় বক্তারা বলেন, ‘পাকিস্তানী হানাদার বাহিনী বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। দেশের আপামর জনসাধারণ পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশ স্বাধীন করেছে। এ জাতি শহীদ বুদ্ধিজীবীদের চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. জালাল উদ্দিন আকবর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ। বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির এটিএম আজম খান।
এদিকে কারমাইকেল কলেজের ৬ শিক্ষককে হত্যার স্থান নগরীর দমদমা বধ্যভূমিতে সকালে শ্রদ্ধা নিবেদন করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর একটি শোক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক ড. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের রিসার্চ অফিসার ড. মো. রোকনুজ্জামান।
এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/জামশেদ