টানা দু’দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। একই সাথে এ জেলায় শুক্রবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হয়। এদিন সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গত ১৪ ডিসেম্বর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
শৈতপ্রবাহের কারণে চুয়াডাঙ্গার জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষেরা বিপাকে পড়েছেন। তারা বলছেন, কনকনে ঠান্ডায় সকালে কাজে যোগ দিতে অনেকটা কষ্ট পেতে হচ্ছে। হাড়কাপানো শীতে ঘরের বাইরে যাওয়া দূরুহ হয়ে পড়ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মূলত উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে বেশি শীত অনুভুত হচ্ছে। আগামী দু’একদিন জেলার তাপমাত্রা আরো কমতে পারে।
বিডি প্রতিদিন/এএম