ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইট বোঝাই ট্রাক্টর চাপায় নওরিন সোয়োবা নোভা (১৭) নামে দশম শ্রেনির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা শহরের হল বাজার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নোভা হরিণাকুন্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অফিস সহকারী ও উপজেলার ফলসী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রইফ খাঁন জানান, নোভা হল বাজার সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় ইট বোঝায় ট্রাক্টর তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম