সিলেটের বিশ্বনাথে ৬২ বোতল ভারতীয় মদসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আলী আহমদ (৩০)। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের এখলিছ আলীর ছেলে।
রবিবার দুপুরে তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাত দেড়টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তার খাটের নিচ থেকে সাদা পলিথিনের বস্তায় রাখা ৮ বোতল ভারতীয় এসিব্লাক ও ৫৪ বোতল অফিসার চয়েজ মদ জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, আলী আহমদ মাদক চোরাচালান ও বিক্রির সঙ্গে জড়িত। ঘটনার দিন বিক্রির উদ্দেশ্যে মাদকের এ চালান তিনি হেফাজতে নিয়ে নিজ বসতঘরে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রুবেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬২ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ