জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটি।
বুধবার বিকেলে শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দলের শীর্ষ নেতাদের মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু সাত মাস পার হয়ে গেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনও মুক্তি দেওয়া হয়নি। বিষয়টি দল হিসেবে জামায়াতের কাছে বেদনার, উল্লেখ করে তিনি বলেন, এই ক্ষেত্রে জামায়াত বৈষম্যের শিকার।
জামায়াত আমীর বলেন, ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামায়াত। তিনি আক্ষেপ করে বলেন, এখনও যদি সেই জুলুম থেকে মুক্তি না মেলে তবে তা জাতির জন্য কলঙ্কের। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।
দলের জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দড়াটানা, গাড়ীখানা, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ