নিখোঁজের চার দিন পর রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদীর তীরে নিরব শেখ (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নিরব শেখ জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়িয়া গ্রামের জিয়ারত শেখের ছেলে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের পদ্মা নদীর মাধবপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ। নিবর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এরপর বাবার বিভিন্ন কাজ দেখাশোনা করতেন।
নিরব শেখের মামাতো ভাই মো. আনিস। সে রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য। মো. আনিস বলেন, নিরবের জন্মের পরদিন তার মা মারা যায়। খুবই শান্ত স্বভাবের ছেলে নিরব। কারও সাথে দ্বন্দ্ব নেই নিরবের। বৃহস্পতিবার রাতের খাবার শেষ করে বাড়ি থেকে বের হয় নিরব। রাত ১১ টা পর্যন্ত বাড়িতে না আসলে পরিবারেরর লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার একটি ফোন নাম্বার থেকে নিরবের বাবার কাছে মুঠোফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে নিরবকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এরপর কালুখালী থানায় সাধারণ ডায়েরি করা করেন নিরবের বাবা। রবিবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর তীরে নিরবের মরদেহ পাওয়া যায়। হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করে খুনিরা।
কালুখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের পর পদ্মা নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। বাকি বিষয় তদন্তাধীন।
বিডি প্রতিদিন/এএম