দিনাজপুরের হাকিমপুরে তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুপুরে হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের হাকিমপুরের লোহাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চালকের সহকারী জয়পুরহাট পাঁচবিবি উপজেলার মাথখুর এলাকার সুরত আলী মন্ডলের ছেলে রাসেল ইসলাম (৪৫) ও তেলপাম্পের ব্যবস্থাপক পুরানাপুল এলাকার সাব্বির হোসেন (৪০)। ড্রাইভার জাহিদুর নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ফিলিং স্টেশনের একটি তেলবাহী লরি পার্বতীপুরে তেল নিতে যাচ্ছিল। পথে হিলি বিরামপুর আঞ্চলিক সড়কের ডাংগাপাড়া-লোহাচড়ার মাঝামাঝি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে। এতে গাড়িতে থাকা চালকের সহকারী ও পাম্পের ব্যবস্থাপক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাকিমপুর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়।
হাকিমপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, দুপুরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিরামপুর ও হাকিমপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে রাস্তার পাশে খাদে পড়া গাড়িসহ মরদেহ দুটি উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দিনাজপুর থেকে লকার এনে মরদেহ এবং তেলের লড়ি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম