সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দিতে বিতরণ করা হয় ঈদের রঙীন জামা। বুধবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনে শহীদ স্কুল এন্ড ক্যাডেট একাডেমী প্রাঙ্গণে এই পোশাক বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুসাফির ইশকুল’।
সংগঠনটির ঈদ পোশাক বিতরণ কর্মসূচি ‘শিশুদের ঈদ আনন্দ’ এর আওতায় গাজীপুর মহানগরে পূর্ব চান্দনা, শান্তিপল্লী ও আশেপাশের এলাকার অর্ধশতাধিক মেয়ে শিশুকে ফ্রক-পায়জামা, থ্রি পিছ এবং ছেলেদের শার্ট-পাঞ্জাবী দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক অসীম বিভাকর। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শহীদুল ইসলাম। মুসাফির ইশকুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইমরান হোসেন বলেন, আমরা কাজ করে যাচ্ছি সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারার শিক্ষার সাথে যুক্ত করতে।
বিডি প্রতিদিন/নাজমুল