রাজবাড়ীতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মালয়েশিয়া প্রবাসী যুবক আল আমিনকে (২৫) হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি এলাকা থেকে নিহত আল আমিনের মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। নিহত আল আমিন পাবনা জেলার আমিনপুর উপজেলার সিদ্দিকনগর রামনারায়নপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে।
জানা গেছে, দীর্ঘ সাত বছর পর মালয়েশিয়া থেকে চার মাস আগে নিজ বাড়িতে আসেন আল আমিন। দেশের আসার পর থেকে চাঁদা দাবি করে আসছিলেন কয়েকজন সন্ত্রাসী। শুক্রবার বিয়ের জন্য পাত্রি দেখতে রাখালগাছি এলাকায় গিয়েছেন সে। মেয়ে দেখার পর খাওয়া দাওয়া শেষ করে ফুপাতো বোন জামাই মেঘা সরদারের মোটরসাইকেলে পাশ^বর্তী গোয়ালন্দে রাখালগাছি বাজার যায় আল আমিন। কিছুক্ষণ পর পাবনা জেলার আমিনপুর থানার কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যা করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর গ্রামের শাহী আলী (৩০), রবিউল ইসলাম (৩৫) সহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি চারটি মোটরসাইকেলে করে রাখালগাছি বাজারে আসেন। এ সময় যুবক আল আমিনকে চাঁদা দাবির জন্য মারপিট ও ছুরিকাঘাত করতে থাকেন। পরবর্তীতে শনিবার দুপুর আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম