যশোর সদর উপজেলার রামনগর ভাটপাড়া এলাকায় একদিন আগে নিখোঁজ হওয়া তানভির হাসান নিশান (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দুইটার দিকে নিশানের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিশান ভাটপাড়া এলাকার খাইরুল বাশারের ছেলে এবং ভাটপাড়া আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
নিশানের স্বজনরা জানান, ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার কথা বলে বের হয় নিশান। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে ১০টার দিকে অপরিচিত এক ব্যক্তি নিশানের মোবাইল ফোন থেকে ফোন করে পাঁচ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ফোন কেটে দেয়। এরপর এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
গতকাল সোমবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কাজ করার সময় স্থানীয় এক ব্যক্তির পায়ে নিশানের মরদেহ বেধে যায়। পরে তিনি দেখেন, পানির নীচে পাথর দিয়ে মরদেহটি চাপা দেওয়া। মরদেহের হাত-পা লুঙ্গি দিয়ে বাঁধা ছিল।
খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। থানার ওসি আবুল হাসনাত জানান, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        