ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলমা নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে মহেশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফতেপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। প্রবাসীর স্ত্রী তার সন্তানকে নিয়ে মহেশপুর শহরের কাজীপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। শিশুটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় খেলছিল শিশু ইলমা। এ সময় বিদ্যুৎ সংযোগের একটি ছেঁড়া তার জমি ঘেরা তারের বেড়ার আইলের উপর পড়ে ছিল। অসাবধানতাবশত সে তারে হাত লাগার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ