আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর কুষ্টিয়ায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক 'শুকরান সমাবেশে' বক্তারা বলেছেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
রবিবার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৫ হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম।
বক্তব্যে নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণবিচার সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তারা স্পষ্ট করে জানান, দৃশ্যমান বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, শহর আমীর এনামুল হক, ছাত্র শিবিরের জেলা ও শহর নেতারা, নাগরিক সমাজের প্রতিনিধি ও জামায়াতের মনোনীত সংসদ সদস্য-প্রার্থীসহ স্থানীয় শীর্ষ নেতারা।
বিডি প্রতিদিন/মুসা