কুমিল্লায় মা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) কুমিল্লা সিটি করপোরেশন অঙ্কনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের উদ্যোগে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। ‘আমার মা’, ‘মায়ের ভালোবাসা’, ‘মায়ের সাথে খেলা’সহ নানা বিষয়কে কেন্দ্র করে ছোট্ট হাতে তুলির আঁচড়ে ফুটে ওঠে নানা রঙের অনুভব।
এতে সিটি করপোরেশন অঙ্কনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মেরি ইউবা। বিশেষ অতিথি ছিলেন আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের সাবেক শিক্ষক মো. আলাউদ্দিন মিয়া, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম