প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা মারা গেছেন। বুধবার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
শিল্পীর মৃত্যুর সংবাদটি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজের জানাজা এবং বিকেল চ্যানেল আই প্রাঙ্গণে আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৬৪ সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন জীনাত রেহানা। সেখানে ১৯৬৮ সালে জীনাত রেহানার ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে।
তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘একটি ফুল আর একটি পাখি বলতো কী নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’।
আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ছোটদের গানও করছেন গুণী এই শিল্পী।
বিডি প্রতিদিন/কেএ