পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাম্মাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুব আলম বাবুল মাস্টারকে গ্রেফতার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ।
বুধবার বিকেলে পৌর শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
ডিবি সূত্রে জানা যায়, মো. মাহাবুব আলম বাবুলের বিরুদ্ধে রাজধানী ঢাকার পল্টন থানায় একটি মামলা রয়েছে। মামলাটি ২০২৪ সালের ১৮ আগস্ট দায়ের করা হয়েছিল, যার নম্বর ১৩।
বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম