বরগুনার তালতলীতে নয় বছরের এক শিশুকে গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমান (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী শিশুটি তার সহপাঠীদের সঙ্গে রাস্তার পাশে থাকা গাছ থেকে জাম পাড়ছিল। ওই সময় অভিযুক্ত বৃদ্ধ সিদ্দিকুর রহমান শিশুটিকে জাম পেড়ে দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটি চিৎকার দিলে সিদ্দিক তার মুখ চেপে ধরে।
পরে শিশুটির সহপাঠীরা তাকে খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। ওই সময় অভিযুক্ত সিদ্দিকুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সন্ধ্যায় ভুক্তভোগীর মা উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চাইতে গেলে তিনি থানায় পাঠান। বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে জেল হাজতে প্রেরণ করেন।
শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে আমার অবুঝ শিশুটিকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে বৃদ্ধ সিদ্দিকুর রহমান ধর্ষণ করেছে। বাড়িতে ফিরে আমার মেয়ে আমাকে সব বলে দিয়েছে। আমি আমার মেয়ের সর্বনাশকারী অভিযুক্ত সিদ্দিকের কঠিন বিচার চাই।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হলে রাতেই অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ধর্ষণের অভিযোগে বৃদ্ধ সিদ্দিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল