দিনাজপুরের নবাবগঞ্জে শিশু ধর্ষন মামলায় মো. আজউদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের অন্তর্গত মতিহারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মোঃ আজউদ্দিন ওরফে অজির উদ্দিন (৫৮) নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউপির মতিহারা (কালিয়া) গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
পুলিশ জানায়, ২৪ মে সন্ধ্যা অনুমান ৭ টার দিকে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা (কালিয়া) গ্রামের মোঃ আজউদ্দিন ওরফে অজির উদ্দিন তাহার নিজ বাড়ীর শয়ন ঘরের ভিতরে একটি ৯ বছরের মেয়ে শিশু ধর্ষিত হয়। উক্ত মেয়ে শিশুর পিতা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করিলে নবাবগঞ্জ থানার মামলার তদন্তভার এসআই মোঃ নুরুজ্জামান এর উপর অর্পন করা হয়। পরে রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নবাবগঞ্জের পুটিমারা ইউনিয়নের মতিহারা বাজার এলাকা থেকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন এর সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম