নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পর্যটকবান্ধব পরিবেশ বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সোনারগায়ে একটি হোটেলে রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে যেসব পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবং দেশ-বিদেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা, সেবার মান উন্নয়ন ও তাদের সুরক্ষায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রিজিওনাল ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোখলেছুর রহমান।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডক্টর, লেখক ও গবেষক সেলিম রেজা, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, মানবজমিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আবু বকর সিদ্দিক, এশিয়ান টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি মোহাম্মদ পনির ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিডিউর ফোজিয়া মোবাসেরা নীলা, সোনারগাঁ ট্যুরিস্ট পুলিশ ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান, বিবি আছিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, রেনাসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মোক্তার হোসেন, প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের সভাপতি সরদার এম এ মহিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই