মোংলা বন্দরে বাণিজ্যিক জহাজে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জাহাজ থেকে ডাকাতি হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন-জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সিরাজুল হক (৫০), ডাকাতি হওয়া মালামালের ক্রেতা সুমন হোসেন (৩০) ও ডাকাত সুমন হাওলাদার (২১)।
এর আগে, গত সোমবার ভোর রাতে মোংলা বন্দরের বেসক্রিক এলাকায় থাকা এমভি সেজুতি নামক বাণিজ্যিক জাহাজে ১২ জনের একটি ডাকাত দল অস্ত্রসহ প্রবেশ করে। এরপর ওই জাহাজের নাবিকদের জিম্মি করে বিভিন্ন মালামাল লুট করে। এ ঘটনার পর ডাকাতি হওয়া পণ্য উদ্ধার ও ডাকাতদের ধরতে অভিযানে নামে কোস্ট গার্ড। আটককৃত তিনজনকে বুধবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই