পাওনা টাকা চাওয়ায় যশোরে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তিতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আবু বক্কার ফরিদপুর গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী স্বরস্বতি বিশ্বাস (৩৮) পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয়রা জানান, আবু বক্কার মুরগি বিক্রির ব্যবসা করেন। কিছুদিন আগে তিনি নির্মল কুমারের কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। মঙ্গলবার দুপুরে সেই টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রীর সাথে আবু বক্কারের বাক-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে তারা বাঁশের লাঠি দিয়ে আবু বক্কারকে বেধড়ক মারধর করেন।
এসময় চিৎকার চেচাচেমির শব্দ শুনে প্রতিবেশিরা ঘটনাস্থলে গিয়ে আবু বক্কারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পাওনা টাকা চাওয়া নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তরা আটক হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল