‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। বৃহস্পতিবার ২৪ জুলাই বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মনজুরুল হক বেলুন উড়িয়ে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন। প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহ নেয়াজ, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়। ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলা এ বৃক্ষমেলায় ২৫টি স্টল রয়েছে। স্টলের সংখ্যা আরো বাড়তে পারে বলে আয়োজকরা জানান।
বিডি প্রতিদিন/এএম