গাইবান্ধার ফুলছড়িতে বহ্মপুত্র নদে গোসলে করতে গিয়ে আল-আমিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই এলাকার ফজলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফজলুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন।
প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় জানান, আল-অমিন সপ্তাহখানেক আগে বিয়ে করেছেন। আজ রবিবার বিকাল ৪টার দিকে নতুন বউসহ বাড়ির পাশের ঘাটে বৃহ্মপুত্র নদে গোসল করতে যায় আল-আমিন। এরই একপর্যায়ে দৌড়ে এসে ডিগবাজি দিয়ে নদে ঝাপিয়ে পড়েন। দীর্ঘক্ষণ পরেও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। পরে পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। ওই স্থানে পানি কম থাকায় তার মাথা মাটিতে ঠেকে গিয়ে ঘাড় ভেঙ্গে যায়। ঘটনাস্থলেই আল-আমিনের মৃত্যু হয়।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন বলেন, পানিতে লাফ দেওয়ার সময় কোনো শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে ফুলছড়ি থানা পুলিশকে অবগত করা হয়েছে জানা তিনি।
বিডি প্রতিদিন/এএম