ঠাকুরগাঁও সদর উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৪০ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এই পুরষ্কার বিতরণের আয়োজন করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ শামীম হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সদর উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত ৪০ জন শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে সনদ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
এর আগে এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ