মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক তিনটি মামলার রায়ে চার আসামিকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, মামলায় আসামি মোঃ আল আমিন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত হন। আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর মামলায় আসামি মোঃ মিন্টু মিয়া একই আইনে অভিযুক্ত হন। মামলার শুনানিতে তার দোকানসংলগ্ন এলাকা থেকে মাটির নিচে পুঁতে রাখা ৪ বোতল ফেনসিডিল উদ্ধার ও আলামত হিসেবে উপস্থাপন করা হয়। আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তৃতীয় মামলায়, জি.আর-৭/১৯ (মুজিবনগর), আসামি মোঃ জয়নাল মন্ডল ও মোঃ বিপ্লব আলী ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় অভিযুক্ত হন। মামলায় উভয়কে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের এক অভিযানে মুজিবনগরের মোনাখালী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৮ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে। মামলার অপর আসামি মোঃ আলফাজ আহমেদ সাগর-এর বিচার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। তদন্তকারী কর্মকর্তারা যথাযথভাবে অভিযোগপত্র দাখিল করেন এবং মামলার শুনানিতে সাক্ষীদের সাক্ষ্য ও উপস্থাপিত আলামতের ভিত্তিতে আদালত এসব রায় প্রদান করেন। রায় ঘোষণার পরপরই চার আসামিকে আদালত প্রাঙ্গণ থেকেই জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম