ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ‘জুলাই ২৪ স্মরণে’ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গন বেতার শ্রোতাক্লাবের আয়োজনে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতার অংশ হিসেবে ইএসডিও মেধা অনুশীলন কেন্দ্রে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
টাঙ্গন বেতার শ্রোতাক্লাবের সভাপতি আলমগীর ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান শেখ, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুনতাসির মুন, টাঙ্গন বেতার শ্রোতাক্লাবের সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসানসহ প্রমুখ।
উক্ত প্রতিযোগিতায় জেলার দুটি স্কুল ও দুটি কলেজের ৪টি টিম অংশ নেয়। বিতর্ক শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ