ভাঙা রেললাইন মেরামত করে প্রায় তিন ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে নন্দনগাছীর বালুদিয়াড় মাদরাসা মোড় এলাকায় রেললাইনের পাত ভেঙে যায়।
স্থানীয়রা জানান, পঞ্চগড়ের উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন নন্দনগাছী অতিক্রম করার পরেই রেললাইন ভাঙা দেখতে পান তারা। এরপর স্থানীয়রা দ্রুত রেল বিভাগকে বিষয়টি জানায়। রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ভাঙা লাইন মেরামতের কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর মেরামত সম্পন্ন হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
রেললাইন ভাঙার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস এবং খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল। ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
সরদহের স্টেশন মাস্টার আমজাদ হোসেন জানান, রেললাইন ভাঙার কারণে সাগরদাঁড়ি এক্সপ্রেস সরদহ স্টেশনে আটকা ছিল এবং রাজশাহীর দিকে যাত্রা করার জন্য অপেক্ষা করছিল। রাত সাড়ে ১২টার দিকে রেললাইন মেরামত হওয়ার পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ