ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মোহাম্মদ সিয়াম (২৫) নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টায় শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকা মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম মাদারীপুর জেলার সদর উপজেলার হাটুপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। তিনি ঢাকার বংশালে একটি গ্যারেজে কাজ করতেন।
হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে মাওয়া থেকে ঢাকা যাচ্ছিলেন সিয়াম। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আবু নাঈম সিদ্দিকি জানান, সিয়ামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: বাসস
বিডি প্রতিদিন/নাজিম