নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাঠে খেলা করতে গিয়ে রিজভী (৩) নামের এক শিশু নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর শুক্রবার সকাল ১১ ঘটিকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রীজের নিচ থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে এলাকাবাসী ও রিজভীর স্বজনরা।
আগের দিন বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মন্ডল পাড়ার ফায়ার (ডুবুরি) সার্ভিসের একটি টিম সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পানিতে খুঁজেও সন্ধান পায়নি শিশু রিজভীর।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে শাহী মসজিদের পিছনে বালুর মাঠ সংলগ্ন মেঘনার শাখা নদীতে পড়ে নিখোঁজ হয় রিজভী। নিখোঁজ রিজভী উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার প্রবাসী মো. রিপন মিয়ার ছেলে। সে ঝাউচর নানার বাড়িতে “মা” মিমের সঙ্গে বেড়াতে এসেছিল।
এলাকাবাসী জানায়, গতকাল রাত ১০টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা পানিতে অনেক খোঁজাখুঁজির পরও রিজভীকে উদ্ধার করতে পারেনি নারায়ণগঞ্জ মন্ডল পাড়ার ফায়ার সার্ভিস। সকালে রিজভীর স্বজন ও এলাকাবাসী ইঞ্জিনচালিত নৌকা যোগে পূনরায় খোঁজতে বেড় হলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষারিয়ারচর ব্রীজের নিচে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান জানান, শিশু নিখোঁজ ও লাশ উদ্ধারের বিষয়টি কেউ আমাদের অবগত করেনি। পানিতে ডুবে কেউ মারা গেলে কারো কোন অভিযোগ না থাকলে সামাজিকভাবে লাশ দাফন করতে পারবে।
বিডি প্রতিদিন/এএম