ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাপের কামড়ে মালেকা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর জোয়ার্দ্দার পাড়ার রুহুল আমিনের স্ত্রী ও চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়া পদে কর্মরত ছিলেন।
জানা গেছে বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে মাটির ঘরের মেঝোতে ঘুমিয়ে ছিলেন গৃহবধু মালেকা। গভীর রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে কামড় দিলে জ্বালা যন্ত্রনা শুরু হয়। সেসময় পরিবারের লোকজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেন হরিনাকুন্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার।
বিডি প্রতিদিন/এএম