মাগুরা ভায়না পৌর কবরস্থানের সৌন্দর্য বর্ধন ও আলোকিত করার জন্য স্থাপন করা ৯২টি মূল্যবান লাইট চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০৮ আগস্ট) দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে প্রতিটি লাইটের গোড়া থেকে সুকৌশলে লাইট এর মূল অংশটি খুলে নিয়ে গেছে। অন্যদিকে আশ্চর্যের বিষয় হচ্ছে ইলেকট্রিক তারটি সযত্নে টেপ দিয়ে মুড়িয়ে রেখে গেছে। বিষয়টি নিয়ে নানারকম প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
ভায়না পৌর কবরস্থান এলাকার বাসিন্দা খোকন চোপদার বলেন, ঠিকাদারের লোক সেজে দিনের বেলা খুলে নিয়ে গেছে কিনা বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরো বলেন, পৌর কবরস্থান কোনো সিসি ক্যামেরা নেই, এটা ভীষণ দুঃখজনক।
পৌর কবরস্থানের খাদেম আবু বক্কার জানান, গত দুই দিনের মধ্যে এ ঘটনা ঘটেছে প্রথম দিন দুই একটি লাইট খোলা হয়েছে যা থেকে আমরা ভেবেছিলাম মনে হয় মেরামতের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানে লোক নিয়ে গেছে। কিন্তু পরের রাতে সবগুলো লাইট খুলে নিয়ে গেছে।
মাগুরা পৌরসভার ইঞ্জিনিয়ার মো. আহসান বারী বলেন, পৌর কবরস্থানের ৯২টি সৌন্দর্য বর্ধনের লাইট কে বা কারা চুরি করে নিয়ে গেছে। প্রতিটি লাইটের মূল্য ৩ হাজার টাকা। সর্বমোট ২ লক্ষ ৭৬ হাজার টাকা। প্রতিটি লাইটের গোড়ায় টেপ দিয়ে মোড়ানো রয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটি পৌরসভা থেকে করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। পাশাপাশি আমরা মেন সুইচ বন্ধ করে রেখেছি। যাতে কোন অঘটন না ঘটে। চুরির বিষয়ে পৌর গোরস্থান কমিটি পৌরসভায় অভিযোগ দিয়েছেন এবং মাগুরা সদর থানায় একটি জিডি করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল