পটুয়াখালীর কলাপাড়ায় দু’টি হাঙ্গর মাছ জব্দ করেছে বনবিভাগ ও পরিবেশ বাঁচাও আন্দোলনের যৌথ একটি টিম। প্রায় আড়াই ফুট দৈর্ঘের এ মাছ দু’টি অন্যান্য মাছের সাথে বিক্রির জন্য পৌর শহরের বাজারে নিয়ে আসেন এক ব্যবসায়ী।
এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাঙ্গর দু’টি জব্দ করা হয়। এসময় মাছ ব্যবসায়ী ও পথচারীদের বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে সচেতন করেন তারা। এছাড়া ওই মাছ ব্যবসায়ীর মুচলেকা রেখে ওই রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। পড়ে বন বিভাগের সহযোগিতায় হাঙ্গর মাছ দুটিকে মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া শাখার সদস্য মো.নজরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম