চলনবিলে অভিযান চালিয়ে ছয় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। শুক্রবার দিনব্যাপী সিংড়ার চলনবিলের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে দেড় শতাধিক চায়না জাল জব্দ করে উপজেলা প্রশাসন। পরে পেট্রোল বাংলা পয়েন্ট এলাকায় জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে দেয়া হয়।
এসময় বিলের জীববৈচিত্র্য ও পোনা মাছ রক্ষায় পয়েন্টের বাজার এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালান উপজেলা নির্বাহী কর্মকর্ত মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেনসহ বাংলাদেশ সেনাবাহিনী ও মৎস্য অধিদপ্তরের লোকজন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিল জীববৈচিত্র্য ভরপুর একটি এলাকা। হঠাৎ ভারী বর্ষণে চলনবিলে মা মাছ ও পোনা মাছের সাথে শামুক, ঝিনুক, কাঁকড়া এবং জলজ জীববৈচিত্র্যের দেখা মিলছে। প্রশাসনের এমন অভিযান জীববৈচিত্র্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম বলেন, চলনবিলে পানি বৃদ্ধির সাথে সাথেই ডিমে পেট ভরপুর বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ দেখা যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি সেই মাছগুলো চায়না জাল ফেলে নিধন করছে। মাছের প্রজনন ঘটাতেই নিয়মিত প্রশাসনের অভিযান চালানো হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে। বাজারের জনসাধারণকে সচেতন করা হচ্ছে, একটা সময় বিলের এই মাছগুলো স্থানীয় ব্যক্তিরাই মেরে খাবেন এবং জীবিকা নির্বাহ করবেন।
বিডি প্রতিদিন/এএম