নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে তুচ্ছ ঘটনায় সেলুনের কাঁচি দিয়ে কুপিয়ে আহত কিশোর আল মামুনের (১৬) মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল মামুন উপজেলার যোগানিয়া গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের ছেলে।
এর আগে গত ২২ জুলাই দুপুর ২টার দিকে উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে যায় আল মামুন। এসময় তুচ্ছ একটি বিষয় নিয়ে একই এলাকার নলীন নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে শিমুল নন্দী হঠাৎই চুল কাটার কাঁচি দিয়ে আল মামুনের গলায় কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে তার চাচাতো ভাই ওমর ফারুক এগিয়ে এলে তাকেও আঘাত করে পালিয়ে যায় সে।
স্থানীয়রা আহত আল মামুনকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনায় কুপিয়ে আহত কিশোর আল মামুনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১০টার দিকে মৃত্যু হয়েছে। ইতিমধ্যে এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মৃত ওই কিশোরের ময়নাতদন্ত তথা আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর পরিবারের নিকট তার মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ