মাদারীপুরের ডাসার থানা পুলিশের অভিযানে চুরি হওয়া খাটসহ অশোক হালদার (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। অশোক উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত অখিল হালদারের ছেলে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, চুরির ঘটনায় অশোক হালদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের জয় বিশ্বাস চাকরির সুবাদে বাড়ি থেকে টাঙ্গাইল যায়। তার তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে গত ১৯ মার্চ গভীর রাতে অশোক হালদারসহ ৭-৮ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র বসতঘরে প্রবেশ করে খাটসহ মূল্যবান আসবাবপত্র ও মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী জয় বিশ্বাস বাদী হয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এসআই নুরুল ইসলাম বৃহস্পতিবার রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাগমারা গ্রামে অভিযান চালিয়ে চোরচক্রের অন্যতম হোতা অশোক হালদারকে খাটসহ গ্রেফতার করেন।
মামলার বাদী জয় বিশ্বাস জানান, আমি পরিবার নিয়ে টাঙ্গাইল থাকি। আমার ঘরের তালা ভেঙে অশোক হালদারসহ একটি চোরচক্র স্বর্ণালংকার, খাট, আসবাবপত্রসহ মোট চার লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে বিক্রি করে দেয়। আমি চোরদের শাস্তি চাই।
বিডিপ্রতিদিন/কবিরুল