বরিশালের উজিরপুরে মাইক্রোবাস চাপায় জামায়াত নেতা নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব শহীদ (৫৫) উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামের বাসিন্দা মৃত দলিল উদ্দিন ফরাজীর ছেলে। তিনি বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা কর্ম পরিষদের সদস্য।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার এসআই কাজী গোলাম সরোয়ার বলেন, খুলনা থেকে ফুটবল দলের খেলোয়ার নিয়ে মাইক্রোবাসটি পটুয়াখালীর বগা উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। তাদের থানা এলাকার মাধবপাশা বাজারে স্থানীয়রা মাইক্রোবাসসহ চালককে আটক করেছে। খেলোয়ারদের বিকল্প ব্যবস্থায় বগা পাঠিয়ে দেয়া হয়েছে। মাইক্রোবাস চালক খুলনার খালিসপুর ২ নং মেডিগেট এলাকার বাসিন্দা মনিন্দ্রনাথ হালদারের ছেলে মনিকান্ত হালদার (৪০) ও মাইক্রোবাস তাদের হেফাজতে রয়েছে।
বরিশালের গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম