বগুড়া সদর-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত কোনো আপস করবে না। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। জামায়াত ক্ষমতায় গেলে বিগত ৫৪ বছরের সব বঞ্চনার অবসান ঘটিয়ে জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে। নারী, সংখ্যালঘুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি শুক্রবার (৮আগস্ট) সকাল ১০টায় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ল্যাংড়াবাজারে দাড়িপাল্লায় ভোট চেয়ে গণ সংযোগ ও পথ সভায় এসব কথা বলেন।
গণসংযোগ শেষে ল্যাংড়াবাজারে ইউনিয়ন আমীর আব্দুল হালিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শহর দাওয়াহ ও শিক্ষা সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা লুৎফর রহমান, মজনু রহমান, আয়েজ উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল