ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭ মাদকসেবিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- মো. সাইফুল (৩০), রাজু (১৮), মোঃ জীবন হোসেন (৪৫), মোঃ মুন্না (২২), রাসেল (২০), রাসেল (১৮) ও ফারুক ভান্ডারী (৪৮)। তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এর আগে আখাউড়া ও রেলওয়ে পুলিশের সহযোগিতায় আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএম