শেরপুরের নালিতাবাড়ীতে মানুষ ও বন্যহাতির মাঝে দ্বন্দ্ব নিরসনে ইআরটির(ইলিফ্যান্ট রেসপন্স টিম) ও বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা এবং বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে উপজেলার মধুটিলা ইকোপার্কে জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ওই অনুষ্ঠানের আয়োজন করেন।
জানা গেছে, শেরপুরের গারো পাহাড়ি এলাকায় প্রায় দুই যুগ ধরে পাহাড়ে মানুষ হাাতর দ্বন্দ চলছে। মানুষ হাতি দুই পক্ষ মারা যাচ্ছে, সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এই দ্বন্দ্ব কমাতে বন্যহাতির বিচরণ এলাকায় জানমাল রক্ষা করতে শুক্রবার দিনব্যাপী ইআরটি কর্মকর্তাদের সাথে ও বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গঠন করা হয়েছে ইআরটি। কর্মশালায় বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ১৫ জন কৃষকের মাঝে ৩ লাখ ৯৮ হাজার টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়।
ময়মনসিংহ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও দুবাই সাফারি পার্কের প্রাক্তন প্রিন্সিপাল, ইআরটি সদস্য ডক্টর আলী রেজা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এএসএম. জহির উদ্দিন আকন, আরণ্যক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ আবদুল মোতালেব।
এসময় উপস্থিত ছিলেন ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের চেয়ারপার্সন মাহফুজুর রহমান, একই ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়া, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী এবং ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোঃ আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ