গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় পানিতে ডুবে আপন চাচাতো ভাই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতের স্বজনেরা জানান, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ার বাড়ী গ্রামের পংকজ জয়ধরের ছেলে সজল জয়ধর (২০) ও শংকর জয়ধরের মেয়ে অনু ছোয়া জয়ধর (৭) আজ শুক্রবার বিকেল তিনটায় দুজন একই সঙ্গে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্বজনরা পুকুরে খোঁজাখুঁজি করে পরে তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত স্বজল জয়ধর গত বছর এইচএসসি পাস করেন এবং অনু ছোয়া জয়ধর (৭) শিশু শ্রেণির শিক্ষার্থী তারা দুজন আপন চাচাতো ভাই বোন।
অন্যদিকে শুক্রবার দুপুর ২টায় উপজেলার হিরন গ্রামের এনায়েত হোসেনের ছেলে ইসাহাক হোসেন (৪) পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুর ডুবে যায়। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
বিডি প্রতিদিন/এএ