বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের সময় আটক হওয়ার ঘটনায় ১১৯ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একটি গোডাউন সিলগালা করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ব্রিজ মোড়ে তালুকদার শপিং কমপ্লেক্সের একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
স্থানীয়রা জানান, উপজেলার তালুকদার শপিং কমপ্লেক্সে স্থাপিত গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল ভ্যানযোগে পাচার করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেনের স্ত্রী সাহিদা বেগম। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা চালগুলো আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই গোডাউন থেকে সরকারি বস্তা বদল করে প্লাস্টিকের বস্তায় রাখা ১ হাজার ৭৫০ কেজি এবং সরকারি চটের বস্তায় রাখা ২ হাজার ৫৫০ কেজি চাল জব্দ করা হয়। এছাড়া ৩৩ বস্তায় থাকা ১ হাজার ৬৫০ কেজি চাল জব্দ করে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদে রাখা হয়।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানান, বস্তা বদল করে সরকারি চাল পাচারের ঘটনায় তদন্ত চলছে। অভিযুক্তের ডিলারশিপ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল