চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় জেলা প্রবীণ হিতৌষী সংঘ জেলা প্রশাসকের কার্যালয় চত্তর হতে একটি র্যালি বের করে।
পরে শহীদ সাটু হল অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ডা. মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রী উজ্জল কুমার ঘোষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপপরিচালক ডা. আব্দুস সালাম, মোঃ আমিনুল ইসলাম, সামশুল হক, নজরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম